তুর্কী বনাম কুর্দি
America has no permanent friends or enemies, only interests”
― Henry Kissinger
― Henry Kissinger
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নরদান সিরিয়া থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার করার পর থেকে তার নিজের পার্টি এবং বিপক্ষ পার্টি উভয় পক্ষ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে। সিরিয়া এর এই অংশ ইসলামিক স্টেট এর দখল থেকে মুক্ত করার জন্য আমেরিকা সিরিয়ান কুর্দির দের কে অস্ত্র ,টাকা দিয়ে সাহায্য করে জাচ্ছিল।মুলত কুর্দি রাই সম্মুখ যুদ্ধ করতেসিল। আবার সিরিয়া এর পাশের দেশ তুর্কী। এই তুর্কী সরকার আবার এই কুর্দি দের সন্ত্রাসী হিসেব্বে দেখে। তারা অনেক আগে থেকেই চাচ্ছিল কুর্দি দের বিরুদ্ধে সামরিক অভিযান করবে। কিন্তু আমেরিকান সৈন্যদের উপস্থিতির কারনে টা করছিল না। কিন্তু যেই ট্রাম্প মার্কিন সৈন্য সরায় নিল, তুর্কী সরকার কুর্দি দের বিরুদ্ধে অভিযান শুরু করে দিল। সবাই সমালোচনা করে বলল এভাবে কুর্দি দের তুর্কী এর আগ্রাসনের মাঝে রেখে আসা উচিত হয় নি। কুর্দি রা ছিল আমেরিকার বন্ধু।। কিন্তু বিষয় টা আসলে অনেক জটিল।। একটু ইতিহাস জানতে হবে এই এলাকার......।
১৯২০ সালে কুরদিরা নিজেদের জন্য আলাদা রাষ্ট্র দাবি করে। কিন্তু সেই সময় ব্রিটেন এবং ফ্রান্স কুর্দি দের জন্য আলাদা রাষ্ট্র না বানায় সেই ভূখণ্ডে সিরিয়া,ইরাক,তুরকি,ইরান রাষ্ট্র গঠনে সাহায্য করে। এতে কুর্দি রা বিদ্দহ করে কিন্তু ব্রিটিশ রা তাদের সফল ভাবে দমিয়ে দে। আর তাতে সিরিয়া,ইরান,ইরাক এর বিভিন্ন জায়গায় কুর্দিরা ছরিয়ে পরে। কিন্তু তাদের জন্য আলাদা রাষ্ট্র এর দাবি রয়ে যায়।
সাদ্দাম হোসেন ইরাক এর ক্ষমতা নেওয়ার পর আমেরিকা কুর্দি দের সাহায্য করে সাদ্দামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। সাদ্দাম এর পতন হওয়ার পর আমেরিকা কুর্দি দের তেমন একটা সাহায্য করত না...।এভাবে কএকবার কুর্দি দের নিজেদের স্বার্থে আমেরিকা ব্যাবহার করত।
তারপর যখন ইস্লামিক স্টেট সিরিয়া এর এক বিশাল অংশ দখল করে নে, আমেরিকা আবার এই কুর্দি দের কে ব্যাবহার করে আইএস এর বিদ্রুদ্ধে যুদ্ধ করার জন্ন...।এখন তুর্কী শুরু থেকেই আমেরিকার সাথে কুর্দি দের এই সম্পর্ক পছন্দ করেনি......।এইজন্ন তুর্কী সরকার আমেরিকা কে বার বার সৈন্য প্রত্যাহার করতে বলছিল সিরিয়া থেকে...। এখন আইএস প্রায় নাই বললেই চলে, কুর্দি দের সাহায্য করা এখন আমেরিকার জন্য তেমন লাভ জনক না, অপরদিকে তুর্কী হল ন্যাটো সদস্য, তাই এখন তুর্কী ক সাহায্য করাই ম্নে হয় বেশি লাভজনক আমেরিকা এর জন্য...... ইহাই হল বাস্তবতা...।।কুর্দিরা যদি এরকম যে হবে আগে থেকে ভেবে না রাখে তাহলে তারা প্রচণ্ড রকমের বোকা ছাড়া কিছুনা.........
Comments
Post a Comment