Post from Life


মাঝে মাঝে লেখতে খুব ইচ্ছা করে কিন্তু যা লিখতে ইচ্ছা হয় সেটা গুছিয়ে উঠতে পারি না,সাথে আলসেমির জন্য লেখা হয়ে উঠে না। এই জন্য এখন থেকে ঠিক করসি মনে যা আসে তাই লেখব। কোন গছাগুছির ধার ধারব না। মাঝে মাঝে লাইফ এর বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা লেখব বলে ঠিক করসি। স্কুল, কলেজ ,ইউনিভার্সিটি এর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ,লাইফ এর বিভিন্ন সুখ দুঃখে এর গল্প যা মন ছায়...কেন লেখব তার পিছনের একটা কারন হল এসব ঘটনা লিখার মধ্যে আমি একধরনের আনন্দ পাই যেটা কাওকে বললে পাই না... নিজের জন্য লেখা...।কেও যদি পড়ে এঞ্জয় করে তবে সেটা উপরি পাওনা.........।

Comments

Post a Comment

Popular posts from this blog

কাপ্তাই ভ্রমন এবং কায়াকিং(Kaptai)

Alifa's Doll

Emptiness