কাপ্তাই ভ্রমন এবং কায়াকিং(Kaptai)
Scotland এর Falkirk wheel. এটি একটি Rotating Boat lift যা forth and clyde canal এর সাথে union canal এর মধ্যে সংযোগ স্থাপন করে।
এর মেকানিজম পৃথিবীর অন্যতম ইঞ্জিনিয়ারিং বিস্ময়। নৌকা খালের এক পাশে আসলে এই wheel নৌকাকে ২৪ মিটার উপরে উঠিয়ে অপর পাশে স্থানান্তরিত করে। অনেকেই জানে না যে চট্রগ্রাম এর কাপ্তাই বাঁধ এ এত অত্যাধুনিক না হলেও অনেকটা কাছাকাছি মেকানিজম এর একটি স্থাপনা আছে যা বাধের এক পাশ থেকে আরেক পাশে নৌকা এবং মালামাল নিতে ব্যবহিত হয়। সেই বিষয়ে পরে আসছি। এর আগে আমাদের কাপ্তাই ভ্রমন সম্পর্কে কিছু বলে নেওয়া যাক।
অনেকেই কাপ্তাই বলতে কাপ্তাই লেক এর কথা ভাবে। আসলে কাপ্তাই চট্রগ্রাম এর একটি ইউনিয়ন এর নাম। এখানে কাপ্তাই বাঁধ অবস্থিত। চট্রগ্রাম শহর থেকে কাপ্তাই এর দূরত্ব ৬২ কিমি. বাস এ আসতে প্রায় ৩ ঘণ্টার মত সময় লাগে। রাস্তার অবস্থা খুব একটা সুবিধার না। তবে কাপ্তাই ইউনিয়ন এর ভিতরে রাস্তা খুব ই ভাল। যতটুক জানি সেখানে সেনাবাহিনী রাস্তার রক্ষণাবেক্ষণ করে। সেখানে একটি নাভাল বেস এবং একটি সেনানিবাস রয়েছে।
আমরা যাত্রা শুরু করি চট্রগ্রাম এর বহদ্দার হাট বাস টার্মিনাল থেকে। সেখানে ৩০ থকে ৪৫ মিনিট পর পর কাপ্তাই এর বাস ছাড়ে। রাস্তার তেমন দেখার কিছু নেই। তবে একবার কাপ্তাই এলাকায় ধুকে গেলে রাস্তার দু পাশের সৌন্দর্য মুগ্ধ করার মত।
আমাদের কাপ্তাই ভ্রমনের অন্যতম উদ্দেশ্য ছিল কায়াকিং।তাই আমরা জুম রেস্টুরেন্ট এর সামনে
বাস থেকে নেমে পড়লাম। জুম রেস্টুরেন্ট এর থেকে কিছুটা সামনেই কাপ্তাই কায়াক ক্লাব। এখানে বাঁধ দেওয়া কর্ণফুলী নদীর একটি অংশে কায়াকিং এর ব্যবস্থা আছে। ঘণ্টায় ২৫০ টাকা স্টুডেন্ট আইডি কার্ড থাকলে ২০০ টাকা।
আমরা ১ ঘণ্টার জন্য কায়াক বুক করলেও তীব্র রোদের কারনের ৪০ মিনিট এর বেশি করতে পারি নি। তবে কায়াকিং নিঃসন্দেহে যে কেও উপভোগ করবে।
আমাদের পরবর্তী গন্তব্য কাপ্তাই। কায়াক ক্লাব থেকে ৮ কিলো। সিএন জি করে চলে গেলাম কাপ্তাই। কাপ্তাই এর মুল শহর বা বাজার এরিয়া টি খুব এ ছোট। কাপ্তাই বাঁধ এর উপরে কএক্তি দোকান আর ঘরবারি নিয়েই কাপ্তাই বাজার। কাপ্তাই বাজার এ অনেক্ষন ঘরাঘরির পর আমরা বুজতে পারসিলাম যে আমরা আসলে বাঁধ এর উপরে রয়েছি :P ।
কাপ্তাই বাধের উপরে এরকম একটা জিনিস দেখে আমরা বুঝতে পারছিলাম না আসলে জিনিসটা কি। এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এটা বাধের এক পাশ থেকে আরেক পাশে নৌকা এবং মালামাল নিতে ব্যবহৃত হয়। তখন এ আম্র মনে পড়ল Scotland এর Falkirk wheel. এর কথা।
কাপ্তাই এর আশে পাশে নেভী এর একটি পিকনিক স্পট ছিল। সময় সল্পতার কারনে সেখানে আর যাওয়া হয় নি। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ভিতরেও যাওয়া হয় নি। কেও যদি সময় হাতে নিয়ে যায় তবে অবশ্যই এই দুটো জায়গা ঘুরে আসা উচিত।
অবশেষে আমরা সোনিয়া পরিবহণ নামক বাস এর টিকেট কেটে দুপুর ৩;৩০ মিনিট এ কাপ্তাই থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলাম। ঢাকার বসুন্ধরা এর বাসায় ঢুকি রাত ১;৩০ মিনিট এ।
Comments
Post a Comment