Posts

Showing posts from August, 2019

posts from life-০১

আমার বসুন্ধারার বাসার এক বড় ভাই রাজীব। তার সাথে আমার প্রায়ই বিভিন্ন ফিলসফিকাল বিষয়ে আলাপ হয়। একদিন হাটতে হাটতে কি বিষয়ে জানি আলাপ করতে করতে হটাত  রাজীব ভাই আমাকে  বলল " বুজসিস সোহাদ,দিন শেষে আসলে আশেপাশের মানুষ ই ম্যাটার করে..তোর আসে পাশে যদি আপনার আপন জন, ভালবাসার মানুষ না থাকে তবে যেখানেই থাকিস  কিছু যায় আসে না।" ওইদিন বাসায় আসার পর জিনিস টা নিয়ে আমি চিন্তা করলাম...ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে অত্যাধুনিক জীবন ধারণের সব ই আছে কিন্তু আপনার আপনজন বলে কেও নাই,  কি হবে এই অত্যাধুনিক জীবন যাপন দিয়ে  তখন? আমি মানুষ টা একটু চাপা স্বভাবের। সহজে  নিজের অনুভুতি প্রকাশ করতে পারি না।কিন্তু মাঝে মাঝে সবকিছু চাপা রাখা যায় না,রাখা  উচিত ও না।  এইজন্যই মনে হয় লেখা লেখি শুরু করসি ! :p আমি আগে  কখনও কাছের কেও মারা গেলে কিরকম লাগে জিনিস টা উপলব্ধি করতে পারি নাই। কারন আমার কখনও ওইরকম পরিস্থিতি হয় নায়। কিন্তু   প্রায় দুইমাস আগে আমার অত্যন্ত কাছের একজন মানুষ দুর্ঘটনায় মারা যাওয়ায় আমার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়... প্রথম যখন আমি দ...

Post from Life

মাঝে মাঝে লেখতে খুব ইচ্ছা করে কিন্তু যা লিখতে ইচ্ছা হয় সেটা গুছিয়ে উঠতে পারি না,সাথে আলসেমির জন্য লেখা হয়ে উঠে না। এই জন্য এখন থেকে ঠিক করসি মনে যা আসে তাই লেখব। কোন গছাগুছির ধার ধারব না। মাঝে মাঝে লাইফ এর বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা লেখব বলে ঠিক করসি। স্কুল, কলেজ ,ইউনিভার্সিটি এর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ,লাইফ এর বিভিন্ন সুখ দুঃখে এর গল্প যা মন ছায়...কেন লেখব তার পিছনের একটা কারন হল এসব ঘটনা লিখার মধ্যে আমি একধরনের আনন্দ পাই যেটা কাওকে বললে পাই না... নিজের জন্য লেখা...।কেও যদি পড়ে এঞ্জয় করে তবে সেটা উপরি পাওনা.........।