Posts

Showing posts from October, 2019

তুর্কী বনাম কুর্দি

America has no permanent friends or enemies, only interests” ― Henry Kissinger সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নরদান সিরিয়া থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার করার পর থেকে তার নিজের পার্টি এবং বিপক্ষ পার্টি উভয় পক্ষ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে। সিরিয়া এর এই অংশ ইসলামিক স্টেট এর দখল থেকে মুক্ত করার জন্য আমেরিকা সিরিয়ান কুর্দির দের কে অস্ত্র ,টাকা দিয়ে সাহায্য করে জাচ্ছিল।মুলত কুর্দি রাই সম্মুখ যুদ্ধ করতেসিল। আবার সিরিয়া এর পাশের দেশ তুর্কী। এই তুর্কী সরকার আবার এই কুর্দি দের সন্ত্রাসী হিসেব্বে দেখে। তারা অনেক আগে থেকেই চাচ্ছিল কুর্দি দের বিরুদ্ধে সামরিক অভিযান করবে। কিন্তু আমেরিকান সৈন্যদের উপস্থিতির কারনে টা করছিল না। কিন্তু যেই ট্রাম্প মার্কিন সৈন্য সরায় নিল, তুর্কী সরকার কুর্দি দের বিরুদ্ধে অভিযান শুরু করে দিল। সবাই সমালোচনা করে বলল এভাবে কুর্দি দের তুর্কী এর আগ্রাসনের মাঝে রেখে আসা উচিত হয় নি। কুর্দি রা ছিল আমেরিকার বন্ধু।। কিন্তু বিষয় টা আসলে অনেক জটিল।। একটু ইতিহাস জানতে হবে এই এলাকার......। ১৯২০ সালে কুরদিরা নিজেদের জন্য আলাদা রাষ্ট্র দাবি করে। কিন্তু সেই সময় ব্রিটেন এবং ফ্রান...